ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১১ মে ২০২১

সীতাকুণ্ডের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপির উদ্যোগে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিভিন্ন জায়গায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 
সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেন, 'আমি করোনাকালীন এই সময়ে সাধ্যমত চেষ্টা করছি সীতাকুণ্ডের মানুষের পাশে থাকার। মাহে রমজানের শুরুতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে স্বশরীরে গিয়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছি। ঈদের আগেই বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে ঈদ উপহার পৌছে দিয়েছি। আমি সব সময় সীতাকুণ্ডের মানুষের সুখে দুঃখে পাশে আছি, থাকবো'।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি