ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে ছাত্রলীগের উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ১২ মে ২০২১ | আপডেট: ০০:০৯, ১২ মে ২০২১

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১০০ সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় সীতাকুণ্ড রেলষ্টেশনে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। 

ছাত্রলীগের উপহার পেয়ে খুশি শিশু ও তাদের অভিভাবকরা। এদিকে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের এমন মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা করোনার এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে আছে। ছাত্রলীগের নেতাকর্মীদের আমরা নির্দেশনা দিয়েছি সাধারণ মানুষের পাশে থাকতে। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি