‘দুই টাকায়’ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত : ১৭:২৬, ১২ মে ২০২১ | আপডেট: ১০:০১, ১৩ মে ২০২১
‘শিক্ষা, ঐক্য, সততা জয় করব মানবতা’ স্লোগানকে ধারণ করে ‘দুই টাকায় শিক্ষা, ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করার লক্ষ্যে পাঁচজনকে সেলাই মেশিন ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১২ মে) দুপুরে উখিয়ার জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং, রাজাপালং ইউনিয়নের হতদরিদ্র বিধবা, বিপত্নীক উপকারভোগীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীদের সদস্য ও রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান চৌধুরী, ফাউন্ডেশনের সভাপতি খাইরুল আমিন, অর্থ সমন্বয়ক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল কবির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সালমান।
কেআই//
আরও পড়ুন