ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উকুন বেঁছে দেয়ার নামে ৬ বছরের শিশুকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১৩ মে ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৬ বছরর এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১২ মে) শেষ বিকেলে ওই শিশুর মা বাদী হয় ইউসুফকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ মে) দুপুরে দুই কন্যা শিশুকে বাড়িতে রেখে তাদের মা প্রধানমন্ত্রীর দেয়া ঈদ-উপহারের ৪৫০ টাকা আনতে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদে যান। এসময় শিশুটির বাবা মৎস্য শিকারে সাগরে ছিলেন। এ সুযোগে ফাঁকা বাড়িতে বড়ো কন্যা শিশুকে চানাচুর কিনে দেয়ার কথা বলে পশ্চিম মধুখালী খালের ঘাটে বাঁধা একটি নৌকায় নিয়ে যায় প্রতিবেশী ইউসুফ। এ সময় ওই শিশুর মাথার উকুন বেঁছে দেয়ার কথা বলে তাকে জারপূর্বক তাকে ধর্ষণ করে ইউসুফ। পর তার মা বাড়িতে ফিরলে তাকে ধর্ষণের কথা খুলে বলে শিশুটি। পরে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই শিশুর মা।

মামলার বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খদকার মাস্তফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি