ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বরিশাল মহানগরসহ ৪৩টি গ্রামে ঈদ উদযাপন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১৩ মে ২০২১ | আপডেট: ১২:১৬, ১৩ মে ২০২১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার বরিশাল মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় আগাম পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। এর মধ্যে বরিশাল মহানগরীসহ জেলায় আগাম ঈদ উদযাপন হচ্ছে ৪৩টি গ্রামে।

বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়া ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে, ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে এবং ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদেও আদায় হয়েছে ঈদের জামায়াত।

এছাড়া পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং পিরোজপুরেও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি