ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাটুরিয়া ও আরিচা ঘাটে আজও মানুষের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৩ মে ২০২১

রাত পোহালেই ঈদ। তাই ঈদের আগের দিন আজ বৃহস্পতিবারও কমেনি পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ঢল। সকাল থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরির জন্য পন্টুনে শত শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যাত্রীরা প্রাইভেটকার, মাইক্রো ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে স্বাভাবিক সময়ের চেয়ে ২-৩ গুণ ভাড়া বেশি দিয়ে যাচ্ছেন।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, শুক্রবার ঈদ। তাই ঘাট এলাকায় ঈদে বাড়ি ফেরা যাত্রীদের শেষ মুহূর্তের চাপ বেড়েছে। এ যাত্রীদের চাপ শুক্রবার ঈদের দিন সকাল ১০-১১টা পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ অনেকেই এখনও বাড়ি যেতে পারেনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি