ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গলায় ছুরি ও হাত-পা বেঁধে বালুর ড্রেজারে ডাকাতি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ১৩ মে ২০২১

মোংলায় নাবিকদের গলায় ছুরি ও হাত পা বেঁধে বালুর ড্রেজারে নগদ টাকাসহ লুটপাট চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার দিবাগত রাত ৩টার (১৩ মে) দিকে পশুর নদীতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চারজনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দেয়া হয়েছে। 

অভিযোগসূত্রে জানা যায়, পশুর নদীর পাশে মোংলা ছাইফ পোর্ট সাইডে বালু অপসারণের সময় ড্রেজারে ওঠেন একদল ডাকাত দল। এসময় ড্রেজারে থাকা নাবিকদের হাত-পা বেঁধে, গলায় ছুরি ধরে নগদ তিন লাখ টাকাসহ মূল্যবান অনেজ মালামাল লুটে নেয় ওই ডাকতরা।

পরে নাবিকরা ওই ডাকাতদের চিনতে পারায় ড্রেজারের মালিক মোঃ নবীর হোসেন হাওলাদার থানায় অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার নারিকেল তলা আবাসন এলাকার মোঃ লাভলু, মোঃ বুদ্ধি, গুডগুটি বারেক ও বটতলার আব্দুল মজিদের ছেলে মোঃ মাসুদকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেব।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি