ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে ইউএনও`র বাসার সামনে সুবিধা বঞ্চিত মানুষের ভীড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১৩ মে ২০২১ | আপডেট: ২০:৫৯, ১৩ মে ২০২১

আজ বৃহস্পতিবার সরকারী ছুটির দিনে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের বাসার সামনে প্রায় অর্ধশত মানুষ এসে জড়ো হয়। ইউএনও বাসা থেকে বের হয়ে এদের কথা শোনেন। উপস্থিত সবাই জানান যে এই করোনাকালে তারা কোন ত্রান কিংবা ভাতা পাননি। ইউএনও তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং উপস্থিত অর্ধশতাধিক পরিবারের জন্য ঈদের উপহার হিসেবে পোলাও চাল, সেমাই, দুধ, চিনি, তেল তুলে দেন। 

এই প্রতিবেদককে ইউএনও  রুম্পা সিকদার বলেন,  পৌর এলাকার দুটি ওয়ার্ডের প্রায় অর্ধ শত মানুষ আমার বাসার সামনে এসে তাদের অভাবের কথা বলেন। এই করোনাকালে কাজ না পেয়ে অনেক কষ্টে আছেন। কোন ত্রান বা ভাতা পাননি। আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে এই অসহায় মানুষগুলোর জন্য ঈদ উপহারের ব্যবস্থা করি।

উল্লেখ্য, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার'র সহায়তায় পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ গৌরিপাশা এবং ভাঙ্গাদেউলার দক্ষিণ অংশের ৪২ জন বঞ্চিত অসহায় নারী ও পুরুষ ত্রান পান। এ সময় আরো ১৫ জন আনসার সদস্যের হাতেও এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি