ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ ভ্রমণে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৭, ১৪ মে ২০২১

Ekushey Television Ltd.

ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন দুর্ঘটনায় ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর তিন বন্ধু আহত হয়েছে। 

শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াবদুর কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী কয়েকজন কিশোর ঈদের নামাজ শেষে আনন্দ উপভোগ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়। এসময় নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল। হঠাৎ করে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় নসিমন উল্টে যায়। আহত রামিম, নয়ন ও মাইম শেখকে নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে। 

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি