ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২, ১৫ মে ২০২১

ঘটনাস্থলে লোকজনের ভিড়

ঘটনাস্থলে লোকজনের ভিড়

Ekushey Television Ltd.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মনির শিকদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

মৃত মনির শিকদার কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে। কাটাখালী হাইস্কুলের সামনে তার একটি মুদি মনোহারি দোকান ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঈদের দিন রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ট্রলারে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি