ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়, ঘরে থাকার পরামর্শ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৫ মে ২০২১ | আপডেট: ১৫:১৬, ১৫ মে ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল যে, ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। তবে দু-এক জায়গা ছাড়া কোথায় বৃষ্টি হয়নি বরং প্রচণ্ড তাপদাহে পুড়েছে মানুষ। ঈদের পরের দিনও শনিবার (১৫ মে) তাপদাহের একই অবস্থা। 

এদিন সর্বোচ্চ তাপমাত্রা বাগেরহাট জেলার মোংলায়, ৩৬ দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোর জেলায় ৩৬ ডিগ্রী সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তর আরও জানায়, যশোর ও খুলনাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

এদিকে, সর্বোচ্চ তাপমাত্রার দিনে অতিষ্ঠ হয়ে উঠেছে মোংলার জনজীবন। প্রচণ্ড গরমে একান্ত কাজ ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ। প্রাণিকূলও গরমে হাঁসফাঁস করছে এদিন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, প্রচণ্ড তাপদাহে মানুষের শরীরে পানি শূন্যতাসহ হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে তাদেরকে এই গরমে ঘর থেকে বের না হতে পরামর্শ দেন এই চিকিৎসক।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি