ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাচা-চাচী ও চাচাতো ভাই কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ১৫ মে ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে চাচা, চাচী ও চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তুষার শেখ (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পশ্চিম উজানচরের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চাচী ও চাচাতো ভাইকে আটক করেছে।

নিহত তুষার শেখ ওই গ্রামের আসলাম শেখের ছেলে। সে গোয়ালন্দ নাজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আসলাম শেখের সাথে তার ভাই পলাশ শেখের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাচা পলাশ শেখ, চাচী ফেরদৌসি আক্তার ও চাচাতো ভাই বাঁধন শেখ লাঠিশোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আসলাম শেখের বাড়িতে আসে। সে সময় তারা আসলাম শেখ ও তার ছেলে তুষার শেখকে জখম করে। ওই সময়ই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তুষারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে নিহত তুষারের চাচী ফেরদৌসি আক্তার ও চাচাতো ভাই বাঁধন শেখকে আটক করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি