ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ঈদ শেষ হলেও কমেনি ঘরে ফেরা যাত্রীদের চাপ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ১৫ মে ২০২১

বাংলাবাজার ঘাটে নামছে ঘরে ফেরা মানুষের ঢল

বাংলাবাজার ঘাটে নামছে ঘরে ফেরা মানুষের ঢল

ঈদ শেষ হলেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে কমেনি দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা যাত্রীদের চাপ। যে চাপ সামাল দিতে বাংলাবাজার থেকে খালি ফেরি পাঠাতে হচ্ছে শিমুলিয়া ঘাটে। তবে বাংলাবাজার দিয়েও ফেরিতে পদ্মা পার হচ্ছেন দক্ষিণাঞ্চলের কিছু কিছু যাত্রী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া থেকে বাংলাবাজার যাত্রাপথে দুটি ফেরিতে প্রচণ্ড গরমে হুড়োহুড়িতে ৫ জন নিহত হওয়ার পর ফেরি সার্ভিস গতিশীল হয়েছে। 

বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা বলেন, ঈদের পরদিনও শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বেশি। চাপ সামাল দিতে এদিনও খালি ফেরি বাংলাবাজার থেকে পাঠানো হচ্ছে শিমুলিয়া ঘাটে। যাত্রীর চাপ থাকায় শিমুলিয়া থেকে কম সংখ্যক যানবাহন নিয়েই পারপার করছে ফেরি। 

এদিকে, নদী পার হয়ে বাংলাবাজার ঘাট পর্যন্ত এসে যাত্রীরা কয়েকগুণ ভাড়া গুণে মোটরসাইকেল, ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। 

এর মাঝেও ঢাকামুখী কিছু যাত্রী বাংলাবাজার ঘাট থেকে পার হলেও তা চোখে পড়ার মতো না বলে জানান ঘাটের এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি