ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলার পর্যটনকেন্দ্রে উপচেপড়া ভিড়

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৫ মে ২০২১

লোকারণ্য বেতুয়া পর্যটন স্পট

লোকারণ্য বেতুয়া পর্যটন স্পট

Ekushey Television Ltd.

করোনাকালীন ঈদকে ঘিরে ভোলার পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমন লোক সমাগমে সামাজিক দূরত্ব তো দূরের কথা, স্বাস্থ্যবিধিও মানছে না কেউই।

শুক্রবার ঈদের দিন ও আজ শনিবার ঈদের পরের দিন ভোলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যটন এলাকায় গিয়ে দেখা গেছে, শত শত মোটরসাইকেল, রিকশা, মাইক্রোবাসে করে আসছে দর্শনার্থীরা। বেশীরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। পুরো বেতুয়া এলাকাজুড়ে হাজার হাজার লোকের সমাগম। 

এখানে কেউ মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটে ঘুরছে, আবার কেউ তীরে দাঁড়িয়েই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দেখলে মনে হবে, এখানে করোনা বলতে কিছুই নেই। ছোট ছোট বাচ্চাদের নিয়েও অনেকে ঘুরতে আসছেন। কারও মুখেই মাস্ক নেই।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন জানান, বেতুয়া পর্যটন স্পটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অভিযান চালানো হচ্ছে। তবে দর্শনার্থীদের কিছুটা বিনোদনের জন্য ঈদের দিন ও পরের দিন এই অভিযান সীমিত রাখা হয়েছে। 

আগামীকাল (১৬ মে) থেকে সেখানে নিয়মিত অভিযান চলবে বলেও জানান ইউএনও।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি