ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীদের দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ১৫ মে ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের উভয় ফেরি ঘাটে যাত্রীদের জট রয়েছে। ফেরি সংকট না থাকলেও গণপরিবহন সংকটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
 
শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে সরেজমিন দেখা যায়, এখনও ঘরমুখি হচ্ছে শতশত যাত্রী। এদিকে ছুটি শেষে অনেকে কর্মমুখি হতে শুরু করেছেন। এতে উভয় ফেরি ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। সহজে ফেরি পার হতে পারলেও গণপরিবহন সংকটে মহাসড়কে ঘরমুখি ও কর্মমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, এই নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে এখন শুধু এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার-মাক্রোবাস ও পণ্যবাহী ট্রাক এবং যাত্রী নদী পারাপার করা হচ্ছে। তবে এখন যানবাহনের চাপ না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে উভয় পারের ফেরি ঘাটে।  
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি