ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আটকের ৪ ঘণ্টা পর বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ১৬ মে ২০২১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আটকের ৪ ঘণ্টা পর বাংলাদেশী কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে ওই কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

পেশায় কৃষক আব্দুল মালেক মোল্লা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে।

এর আগে সকাল ৬টার দিকে ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তবে বিএসফের দাবি, আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারতে ঢুকে পড়লে তাকে আটক করে তারা।

বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ ক্ষেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবি’র পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার। 

পতাকা বৈঠক শেষে বেলা ১০টা ২০ মিনিটে আটক বাংলাদেশী কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি