ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৫, ১৭ মে ২০২১

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বেগুনবোঝাই একটি পিকআপে থাকা একই পরিবারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- আমান উল্লাহ (৩৬), তার বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭)। তারা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা। 

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রায়মনি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পিকআপ চালক আকরাম হোসেন (৫০)।  ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে একটি বেগুনবোঝাই পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছতেই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন পিকআপচালক আকরাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি