ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে বাস চাপায় ট্রাকের হেলপার নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ১৭ মে ২০২১

নাটোরে বাস চাপায় স্বাধীন (২১) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। রোববার  সন্ধ্যার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্গটনাটি ঘটে। নিহত স্বাধীন রাজশাহী জেলার চারঘাট থানার গোপালপুর এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। 

নাটোর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজওয়ানুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় সন্ধ্যায় স্বাধীন নামে এক ট্রাকের হেলপার চলন্ত ট্রাক থেকে পড়ে যায়। এমন সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে ট্রাক থেকে পড়ে গিয়ে বাস চাপায় স্বাধীন মারা যাওয়ার পর ওই ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করতে পারেনি। তবে ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি