ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে কার্গো চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১৭ মে ২০২১ | আপডেট: ১৪:৩৮, ১৭ মে ২০২১

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল ও ইনসেটে নিহত ২ আরোহী, ছবি একুশে টেলিভিশন।

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল ও ইনসেটে নিহত ২ আরোহী, ছবি একুশে টেলিভিশন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্গো ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কাঁচপুর ব্রীজের নীচে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়সাল আহম্মেদ সুজন (৩১) ও ফয়সাল আরাফাত (৩০)। তারা কুমিল্লার চানমিনা এলাকার বাসিন্দা ও ঢাকায় বসুন্ধরা কোম্পানীতে চাকরিরত ছিলেন। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঈদের ছুটি শেষে সকালে মোটরসাইকেল যোগে কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো দুই মোটরসাইকেল আরোহী। পথে কাঁচপুর ব্রীজের নীচে শিমরাইল এলাকায় পোঁছালে একটি কার্গো ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই সময় তারা ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

তাদেল লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ কার্গো ট্রাক ও চালককে আটকের চেষ্টা করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি