ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় কম্পিউটার দোকানিকে কুপিয়ে জখম

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ১৭ মে ২০২১

Ekushey Television Ltd.

দোকানে এসে ডিজিটাল প্যানা তৈরির অর্ডার নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক কম্পিউটার দোকানিকে কুপিয়েছে দুর্বত্তরা।

সোমবার দুপুরে মোংলার মামার ঘাটে রাসেল (২৫) নামে ওই কম্পিউটার দোকানির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে তারা। এ ঘটনায় ভুক্তভোগির মামা মো. ফারুক হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।  

অভিযোগের বরাত দিয়ে এসআই মো. জুয়েল শেখ জানান, শেখ আব্দুল হাই সড়কস্থ নিউ লস্কর কম্পিউটারের মালিক মো. রাসেল খন্দকারের সাথে গত ১২ মে ডিজিটাল প্যানা তৈরির কাজ নিয়ে কথা স্থানীয় শফিকুল ও সজিব নিকারীর কাটাকাটি হয়। এরপর ওই ঘটনার জের ধরে সোমবার (১৭ মে) দুপুরে কম্পিউটার দোকানি রাসেল খন্দকারকে কুপিয়ে জখম করা হয়। 

এ ঘটনায় শহরের রাতারাতি কলোনির খলিল খাঁনের ছেলে শফিকুল খাঁন, আমিন নিকারীর ছেলে সজিব নিকারী, বাবুলের ছেলে মো. রাব্বি, মহির ছেলে মো. ইসমাইল ও সেকেন্দারের ছেলে মো. রহিমকে আসামি দিয়ে একটি অভিযোগ পেয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। 

মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি এবং এ ঘটনার তদন্ত করতে এস আই জুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে দুর্বত্তের হামলায় আহত মো. রাসেল খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি