ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাইনবোর্ডে ট্রাফিক পুলিশ বক্সের বাইরে ব্যাগের ভেতরে বোমা

নারায়ণগঞ্জ  প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৮, ১৭ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে  ট্রাফিক বক্সের  বাইরে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে বোমা রিমোট চালিত বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি রোবট দিয়ে নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিটক এর সদস্যরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ বক্সের  সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ব্যাগের ভেতরে বোমা সদৃশ্য দেখতে পায়।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র‌্যাব সদস্যরা ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রাখে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা ডিসপোজাল ইউনিট ব্যাগের ভেতরে রিমোট চালিত বোমাটি রোবট দিয়ে নিষ্ক্রিয় করে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি