ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৩, ১৮ মে ২০২১

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল স্থানীয় দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১৬ মে) রাতে মো. সাইফুল ইসলাম তার ভাড়ায় চালিত ইজিবাইকটি যাত্রী পরিবহন শেষে বাড়িতে ফিরে ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সোমবার (১৭ মে) সকাল ৯টার দিকে চার্জ দেওয়া ইজিবাইকের বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই মো. সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি