ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাবাজার ফেরিঘাটে আজও ঢাকামুখী যাত্রীর চাপ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৮ মে ২০২১

Ekushey Television Ltd.

ঈদ শেষে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় বাংলাবাজার ফেরিঘাটে আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। তবে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করায় যাত্রী পারাপারে কোন সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। 

যাত্রীদের চাপ থাকায় যানবাহন ছাড়া শুধু যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ফেরি ছাড়তে দেখা গেছে। প্রতিদিনে মতো আজও ঘাট এলাকা, ফেরি বা অন্যান্য যানবাহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

আজ মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেই লোকাল বাস, মিনি ট্রাক, মাইক্রো, থ্রি-হুইলার ও মোটরসাইকেলে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে আসছে যাত্রীরা। পরে ফেরীতে পাড়ি দিচ্ছেন পদ্মা। সকাল থেকেই যাত্রীদের ভীড় দেখা গেছে ঘাট এলাকায়। 

এছাড়া ব্যক্তিগত মালিকানা গাড়ি ও পণ্যবাহী ট্রাক পাড় হচ্ছে ফেরিতে। তবে এ্যাম্বুলেন্স ও কাঁচা পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরীতে পাড় করছে ঘাট কর্তৃপক্ষ। আজ এই রুটে ১৮টি ফেরী চলাচল করার যাত্রীদের ফেরী পাড় হতে তেমন কোন সমস্যা হচ্ছে না। 

তবে, আজও ফেরীসহ কোন যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এমনকি ঘাট এলাকায়ও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
এএইচ/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি