ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে হাজতির মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ১৮ মে ২০২১

Ekushey Television Ltd.

নাটোরে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ মঙ্গলবার (১৮ মে) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। জহুরুল ইসলাম জেলার বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, ২০২০ সালের ১৫ নভেম্বরের একটি মাদক মামলায় জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে জহুরুল ইসলাম কারাগারে বন্দী ছিলেন। 

কারাগারে আজ সকালে জহুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি