ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ১৮ মে ২০২১

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের চলমান সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশত লোকজন। 

গতকাল সোমবার সন্ধায় রায়পুরা উপজেলার পাড়াতলীর কাচারিকান্দী গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত। এসময় রাতেই গুলিবিদ্ধ হয়ে কাচারিকান্দী গ্রামের ইয়াসিন মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়। 

আজ মঙ্গলবার (১৮ মে) আবারও সংঘর্ষ বাঁধলে কাচারিকান্দী গ্রামের আশাবউদ্দিনের ছেলে শহীদ মিয়া (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম ও সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। এরই জেরে সোমবার সন্ধ্যায় দু’পক্ষের সমর্থকেরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এর মধ্যে কিশোর ইয়াসিনও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমেই দুই পক্ষের সংঘর্ষ চলছে।

এদিকে গতকালের ঘটনায় উত্তেজিত হয়ে আজ মঙ্গলবার সকালে আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত একই গ্রামের শহীদ মিয়া (৩০)কে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এলাকাবাসী জানায় আজকের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এনিয়ে দু’দিনে চলমান সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং অন্তত অর্ধশত আহতের খবর পাওয়া গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আরও একজন মারা গেছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি