ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১৮ মে ২০২১ | আপডেট: ১৬:৫৩, ১৮ মে ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান জান্নাতুলকে (৪) বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন এক মা। সন্তানকে বাঁচিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান নুরজাহান বেগম (৩২) নামের ওই মা। 

মঙ্গলবার (১৮ মে) পাবনা-নাটোর মহাসড়কে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি মুচিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নুরজাহান গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী মিলন উদ্দিন জানান, আমার সামনেই স্ত্রী নুরজাহান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল। স্ত্রী ও দুই সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে সবজির জমিতে ভেন্ডি তোলার জন্য যাচ্ছিলাম। আমি ও ছেলে মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও কন্যা জান্নাতুল (৪) পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও কন্যা জান্নাতুলের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন নিশ্চিত মৃত্যু হচ্ছে দেখে নুরজাহান তার কন্যা জান্নাতুলের হাত ধরে ছুড়ে দূরে ফেলে দেওয়ার সাথে-সাখেই ট্রাকের চাকায় পিষ্ট হন নুরজাহান। 

ট্রাকটি তখন চোখের সামনেই মহাসড়কের উপর উল্টে পড়ে যায় এবং মাতৃত্বের ভালবাসার দৃষ্টান্ত রেখে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান নুরজাহান- এসব কথা বলেই প্রলাপ করছিলেন স্বামী মিলন।

দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামের এক গৃহবধূ ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশের সুরতহাল তৈরি করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি