ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে বিদেশি জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০০:২১, ১৯ মে ২০২১

মোংলা বন্দরে আসা থাইল্যান্ড পতাকাবাহী একটি এলপিজি জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে। এম ভি সুমি জাহাজের এ প্রকৌশলীর নাম মিঃ সুরিয়া। সে থাইল্যান্ডের নাগরিক। 

মঙ্গলবার (১৮ মে) বিকেলে তার করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় বন্দর কর্তৃপক্ষ।  মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতাকাল সোমবার (১৭ মে)  দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে। পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাস হয়। এরই মধ্যে ওই জাহাজের চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী)  মিঃ সুরিয়ার জ্বর হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে বন্দরের নিজস্ব স্বাস্থ্য দফতর পোর্ট হেলথের মাধ্যমে তাকে খুলনার গাজী মেডিক্যালে ভর্তি করা হয়। এরপর আজ মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। বিদেশি ওই জাহাজটি বন্দরের আইসোলেশন এ্যাংকর বেসক্রিকের চার নম্বর বয়ায় নোঙর করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট লিঃ এর খুলনার প্রতিনিধি অসিম জানান, ওই জাহাজের মোট ১৪ নাবিকের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি