ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভীড়, দুর্ভোগ ছাড়াই ফেরি পার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ১৯ মে ২০২১

দৌলতদিয়া ফেরিঘাটে এখনও ঢাকামুখী মানুষের ভীড় রয়েছে। তবে ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশী যাত্রীরা।

বুধবার (১৯ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভীড় দেখা যায়।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে এসব যানবাহনে শত শত যাত্রী আসছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় কোন যানবাহন নেই। এ রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি