ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পিকআপ ভ্যানের চাপায় দুই বাইক আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ১৯ মে ২০২১

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে সকালে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

বুধবার (১৯ মে) সকালে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কালিয়াকৈর থেকে মোটরসাইকেল যোগে মির্জাপুরের উদ্দেশ্যে তিন যুবক রওয়ানা হয়। সূত্রাপর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিকাআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা শফিক ও অজ্ঞাত আরও একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর এক যুবক আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন নিহত হন। তবে শফিকের পরিচয় পাওয়া গেলেও নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি