ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ১৯ মে ২০২১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে (১২টায়) নলছিটি উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আ.কুদ্দুস তালুকাদার,সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, স্থানীয় সাংবাদিক গোলাম মাওলা শান্ত প্রমুখ। 

সাংবাদিকরা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের ওপর হামলাকারীদের বিচার ও তার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দিতে হবে। 

তারা বলেন, দুর্নীতিবাজরা নিজেদের অপকর্ম আড়াল করার জন্য সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়েছে। তবে তাদের এই অপচেষ্টা কখনোই সফল হবে না। সাংবাদিকদের দাবি দাওয়া যত দ্রুত সম্ভব মেনে নিয়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। একই সঙ্গে নলছিটি প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি