ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ১৯ মে ২০২১ | আপডেট: ২০:২০, ১৯ মে ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর এলাকায় ট্রাক চাপায় ইকবাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল পার্শ্ববর্তী চন্দ্রবাস গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, ইকবাল বুধবার বিকেলে চাচাতো ভাই মিন্টু মিয়ার মোটরসাইকেল নিয়ে ব্যবসায়িক কাজে বের হয়েছিলেন। বাড়ি ফেরার পথে
শিবনগর এলাকায় রাস্তার পাশে রাখা বালিতে আটকে মোটরসাইকেলসহ ইকবাল রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে দ্রুতগামী
একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল মারা যান।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলের মালিক মিন্টু মিয়া এবং নিহত
ইকবাল চাচাতো ভাই মিন্টু মিয়ার ব্যবসা দেখাশোনা করতেন। পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় ময়না তদন্ত ছাড়াই দাফনের
অনুমতি দেওয়া হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি