ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সন্দ্বীপ সোসাইটি ইউএই`র উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৯ মে ২০২১ | আপডেট: ২১:০০, ১৯ মে ২০২১

করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে সন্দ্বীপ সোসাইটি আবুধাবীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সম্প্রতি, সন্দ্বীপ এনাম নাহার মোড় এলাকায় ২২০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,
চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এছাড়া উপজেলার ৩টি এতিমখানা ও হেফজখানায় বিশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। 

সন্দ্বীপ সোসাইটি আবুধাবীর সদস্য মোহাম্মদ সোহেল রাজ বলেন, করোনা মহামারী ও চলমান লকডাউন পরিস্থিতির বিবেচনা করে অসহায়
মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা দুঃখী মানুষের একটু উপকারে আসলে ধন্য হব। সবাইকে এগিয়ে আসার আহবান
জানাই।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি