ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১১ জুন ২০১৭

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজো চট্টগ্রামে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে বলেন, ৫ নম্বর কেটে কখনো সঠিক মূল্যায়ন সম্ভব নয়। এছাড়া ভর্তি পরীক্ষার ৩ মাস আগে এধরনের সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের উপর চাপ বাড়বে বলেও জানান তারা। গত ৪ জুন মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ক্ষেত্রে পূর্ণ নম্বর থেকে পাঁচ নম্বর কাটার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি