ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫২, ১৯ মে ২০২১ | আপডেট: ২১:৫৩, ১৯ মে ২০২১

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। নিহতের নাম ময়নাল হক মিল্টন (২৫) ও শাকিল (২৬)। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বুধবার সন্ধ্যা সাড়েটার দিকে উপজেলার ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। 

ময়নাল হক মিল্টন গোলাপনগর এলাকার সেনেটারী ব্যবসায়ী মমিন আলীর ছেলে এবং শাকিল একই এলাকার আলমের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিল্টন ও শাকিল একটি মোটরসাইকেলে গোলাপনগর থেকে ভেড়ামারা যাচ্ছিলেন। পথে বাঁকাপুলের কাছে উল্টো দিক আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। দুর্ঘটনায় মোটর সাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাদেরকে আহতদেরও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে আহত দু'জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
 
এ বিষয়ে ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুই মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি