ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত শিশুর করোনা শনাক্ত

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:৩২, ২০ মে ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত সাড়ে ১০ বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তাকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। শিশুটি ও তার স্বজনদের  কোয়ারেন্টাইনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। আজ বুধবার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামার করোনা নেগেটিভ হয়েছে। এজন্য বুধবার সন্ধ্যার পর ওই শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে তার মা রয়েছে। তবে মামাকে ছাড়পত্র দেয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ওই শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,এই প্রথম  ভারত ফেরত কোন শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি