ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পারাপারে স্বস্তি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২০ মে ২০২১

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কয়েক দিন ধরে কর্মস্থলগামী মানুষের অতিরিক্ত চাপ থাকলেও আজ বৃহস্পতিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বস্তিতে পারাপার হয়েছে যাত্রী ও যানবাহন। 

গণপরিবহন বন্ধ থাকায় সড়কে দুর্ভোগের শিকার হলেও বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে নির্বিঘ্নে পদ্মা পারি দিয়েছেন অসংখ্য যাত্রী ও যানবাহন।
 
এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে ফিরতে দূর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। মহাসড়কগুলোতে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভেঙে ভেঙে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনি পিকআপ এবং ইজিবাইক, মাহেন্দ্র, অটোরিক্সা ও অটোভ্যানসহ বিভিন্ন বাহনে করে ঘাটে অসংখ্য মানুষ। এরপর ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকাসহ আশপাশের জেলায় ফিরছে তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিসের ব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, রুটে সকল ফেরি চালু থাকায় বৃহস্পতিবার স্বস্তিতে পদ্মা পারি দিতে পেরেছে যাত্রী ও যানবহন। এদিন যাত্রী ও যানবাহনের তেমন কোন চাপও নেই।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি