কুড়িগ্রামে বজ্রপাতে গরুর মৃত্যু, গুরুতর আহত মালিক
প্রকাশিত : ১৭:৪২, ২০ মে ২০২১
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে এবং সেইসাথে গুরুতর আহত হয়েছেন ওই গরুর মালিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামে।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের ডোবার পাড় এলাকায় মৃত বছির উদ্দিনের ছেলে লিয়াকত আলী পাশের জমির আইলে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। গরুটির দাম আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানা যায়।
এসময় আহত হন গরুর মালিক লিয়াকত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে পান্ডুল ইউনিয়নের ৫নং ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসি
আরও পড়ুন