ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ভিক্ষুকের ৫০ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ২০ মে ২০২১

যশোরের বেনাপোল পৌরসভার ২ নং দুর্গাপুর ওয়ার্ডে বাস করেন ৬০ বছরের বয়সি ফাতেমা বেগম নামে স্বামীহীন এক ভিক্ষুক। জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তিনি। ১০, ২০, ৫০, ১০০ টাকা করে জমিয়ে একটি ভবিষ্যত তহবিল করেন শেষ বয়সে একটু ভালো থাকার জন্য। কিন্থু ভাগ্যের বিড়ম্বনায় তার এই তিল-তিল করে জমানো টাকায় নজর পড়ে এক প্রতিবেশীর। 

আর কৌশলে প্রতিবেশি ধার হিসাবে ফাতেমা বেগমকে বুঝিয়ে নিয়ে নেন নগদ পঞ্চাশ হাজার টাকা। কিন্তু কিছু দিন পরে যখন ফাতেমা বেগম তার টাকা গুলো ফেরত চান তখন প্রতিবেশী নানা অজুহাতে তাকে ঘুরাতে থাকে এবং এক পর্যায়ে টাকা গুলি না দেবার জন্য নানা রকম ছলচাতুরি শুরু করে। ফাতেমা বেগম শেষ সম্বল টাকার জন্য তার পিছনে ঘুরতে ঘুরতে দিশেহারা হয়ে পড়ে। সে টাকা ফেরত না পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ করেন। আর এই অভিযোগের ভিত্তিতে ভিক্ষুকের প্রতিবেশির নিকট থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই সোহেল রানা টাকা উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ভিক্ষুক ফাতেমা বেগমকে বুঝিয়ে দেন। টাকা ফেরত পেয়ে খুশিতে কেঁদে ফেললেন ভিক্ষুক ফাতেমা বেগম। 

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এস আই সোহেল রানা জানান, পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান এর নির্দেশে ভিক্ষুকের অভিযোগটি তদন্তের জন্য আমাকে দেন। আমি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে ঘটনায় উল্লেখিত অভিযোগের সত্যতা মেলে এবং ভিক্ষুক ফাতেমা বেগমের শেষ সম্বল নগদ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করি। আজ সকালে তার নিকট টাকা হস্তান্তর করেছি। ফাতেমা বেগম তার তিল-তিল করে জমানো শেষ সম্বল নগদ ৫০ হাজার টাকা ফেরত পেয়ে অনেক খুশি হয়েছেন। সাথে পুলিশের কর্মকান্ডকে তিনি সন্তুষ্টি প্রকাশসহ দোয়া করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি