ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফেনী জেলা আ.লীগ নেতা জাহিদ হোসেন খসরু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২১ মে ২০২১

ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

পরিবার সূত্র জানায়, তিনি বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় দুই সাপ্তাহ আগে একই হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছিল।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদউল্যাহ খন্দোকার জানান, শুক্রবার বাদ জুম্মা মিজান ময়দানে জাহিদ হোসেন খসরুর জানাজা অনুষ্ঠিত হবে। এর পর শহরের পশ্চিম উকিল পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এডভোকেট জাহিদ হোসেন খসরু জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সংলাপ নাট্য গোষ্ঠির প্রধান ছিলেন।

এছাড়াও জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি