ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৮, ২১ মে ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। শুক্রবার বেলা সাড়ে বারোটায় উপজেলার আমিড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম আব্দুলাহ (১১)। 

সে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার বড় মাটাই গ্রামের সালাহউদ্দিন মাসুদের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চত করেছেন।
 
ক্ষেতলাল থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঈদের দুইদিন পর শিশু আব্দুল্লাহ তার মা নুরজাহান বেগমের নানার বাড়ি আমিড়া গ্রামে বেড়াতে আসে। শুক্রবার সকালে শিশু আব্দুল্লাহ নানার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ের ওপর খেলাধূলা করছিল। দুপুর সাড়ে বারোটার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখে লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে আব্দুল্লাহ লাশ উদ্ধার করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি