ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১২ জুন ২০১৭

মেহেরপুরের মুজিবনগরের মোনাখালী গ্রাম এলাকায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি এলজি সার্টারগান, ৪টি কার্তুজ, ৩টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল রাতে মোনাখালী কোমরগর্ত মাঠের একটি বটগাছের পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল। খবর পেয়ে পুলিশের তিনটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মজিবুল হক নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মজিবুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার নামে তিন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি