ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সোনারগাঁওয়ে কারখানার গ্যাস রাইজারের আগুনে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২০, ২২ মে ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্ট নিটিং ও ডাইং কারখানায় গ্যাস রাইজারের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- টেকনেশিয়ান মো. আলম, মেকানিক অপারেটর মো. বশির, তার সহকারী মেহেদী হাসান, নিরাপত্তা কর্মী হেবেং চাকমা ও নাজির মিয়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ ভাগ, আলমের ১৭ ভাগ, নাজিরের ২০ ভাগ, হেবেং চাকমার ১৫ ভাগ ও বশিরের ৪৮ ভাগ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহা ইসলাম জানান, ওই কারখানায় গ্যাস রাইজার থেকে গ্যাস নির্গত হয়ে কোন বস্তুর সাথে স্পার্ক হয়ে আগুন জ্বলে উঠে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাঁচজন দগ্ধ হন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি