ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শার্শায় মাটি বোঝাই ট্রাক্টর চাপায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪২, ২২ মে ২০২১

যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম বিপ্লব হোসেন (২২)। নিহত বিপ্লব হোসেন শার্শা উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার (২২ মে)  সকাল সাড়ে ১১টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই গ্রামের সাবেক স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন আনার এর ইটভাটায় আসার পথে সেতাই পাকা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

এ সময় চালক আরিফ বিল্লাহ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তার বাড়ি বসতপুর ২নং কলোনী গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখে। পরে সমঝোতার মাধ্যমে সেটি ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী আরো জানান, মাটি কাটা গাড়ি, ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন নিজেই। সে ইটভাটায় মাটি বহনের সময় এই দুর্ঘটনা ঘটে। 

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি