ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৭:১৫, ২৩ মে ২০২১

স্কুল শিক্ষক অবনী কান্ত রায়

স্কুল শিক্ষক অবনী কান্ত রায়

ঢাকার নবাবগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় অবনী কান্ত রায় (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুরে উপজেলা গেইটের কাছে রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক অবনী কান্ত রায় উপজেলার বালুখন্ড গ্রামের মনমোহন রায়ের ছেলে এবং মেলেং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে পায়ে হেঁটে কায়কোবাদ চত্তরে আসছিলেন অবনী কান্ত রায়। উপজেলা গেইটের কাছে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলেই জানান নবাবগঞ্জ থানার এএসআই মো. আসিফ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি