ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মিরসরাইতে ট্রাকের সঙ্গে পিকাপের ধাক্কায় নিহত ২

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ২৩ মে ২০২১ | আপডেট: ১১:৪৯, ২৩ মে ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পান বোঝাই পিকাপের ধাক্কায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে। 

আজ রোববার (২৩ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টা নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

নিহতরা দুর্ঘটনাকবলিত পিকাপের চালক ও হেলপার। নিহতদের ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি