ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আশুগঞ্জে চালকল শ্রমিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২৩ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চালকল থেকে মো. সানোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার প্যান্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।

আজ রোববার (২৩ মে) সকালে উপজেলার সোনারামপুর এলাকার খান এগ্রো ফুড নামে একটি চালকল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

চালকলটির স্বত্বাধিকারী আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু। সানোয়ার হোসেন ওই চালকলের শ্রমিক। সে মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, সকালে চালকলের ভেতরে সানোয়ারের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরনের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া চিরকুট দেখে বোঝা যায় পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে। 

ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি