ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ট্রাকের চাকা বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২৩ মে ২০২১

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্টান্ড এলাকায় রোববার সকালে ভলকানাইজের দোকানে ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় চাকা বিষ্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহতের নাম জয় চন্দ্র মন্ডল (২২)। নিহত জয় চন্দ্র মন্ডল উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয় চন্দ্র মন্ডল নজিপুর বাসষ্ট্যান্ডের হোসেন মটরস নামে ভলকানাজিং দোকানের কর্মচারী। ওইদিন সকালে দোকানে আসা একটি ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় ট্রাকের চাকার বিস্ফোরণ ঘটে। এতে জয় দূরে ছিটকে পড়ে মাথায আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

তবে অভিযোগ না থাকায় ওইদিন দুপুরেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর  করা হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি