ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বজ্রপাতে আম ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ২৩ মে ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামে বজ্রপাতে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আসাদুল ইসলাম  (৪২)। একই ঘটনায় আহত হয়েছেন আম বাগানের মালিক রবিউল ইসলাম (৬৫)।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম পার্শ্ববর্তী হানুরবাড়াদি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে এবং রবিউল ইসলাম শ্রীকোল গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুল রোববার সকালে রবিউল ইসলামের বাগানে আম ভাঙতে যায়। সেখানে আম ভাঙার সময় ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকে। 

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আসাদুল মারা যায় এবং রবিউলকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি