ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভী মোহাম্মদ সিদ্দিকের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৩ মে ২০২১

ভোলা জেলার দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মৌলভী মোহাম্মদ সিদ্দিক এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ। 

এ উপলক্ষে  (সোমবার) মরহুমের তৃতীয় পুত্র, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও এরিয়া হেড ঢাকা পশ্চিম মো. রুহুল কবিরের ঢাকার খিলগাঁয়ের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 
১৯৮৫ সালের ২৪মে পবিত্র রমযান মাসে দৌলতখান জামে মসজিদে এতেফাক করা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি 
শিক্ষকতার পাশাপাশি দৌলতখান থানা সদরের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। মৌলভী মোহাম্মদ সিদ্দিক স্বাধীনতাযুদ্ধে স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয়ভাবে কাজ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র এবং ২ কন্যা রেখে গেছেন 

যমুনা টেলিভিশনের জেনারেল ম্যানেজার, মার্কেটিং এন্ড সেলস মো. ইউছুফ মামুন মরহুমের কনিষ্ঠ পুত্র।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি