ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৭, ২৩ মে ২০২১ | আপডেট: ২৩:৪৯, ২৩ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভৈরব বাজারের মৃত আবু তাহেরের ছেলে সফিকুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ভুশন দাসের ছেলে বংগিশ দাস (৩৫)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। 
এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশংকাজনক। 

সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজালাল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি